হলমার্কের আত্মসাৎ করা অর্থ থেকে দুই হাজার কোটি টাকা আদায় হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা কি উপায়ে এবং কবে নাগাদ আদায় হবে তা জানান নি অর্থমন্ত্রী। অর্থ আত্মসাতের এ ঘটনায় জড়িতদের 'দুষ্টুলোক' বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, তাঁদের শাস্তি দিতে হবে। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, টাকাটা কীভাবে আদায় করা যায়, সেটাই এখন আসল উদ্দেশ্য। এ নিয়ে প্রচার কম হলে ভালো হয়। গতকাল মঙ্গলবার এক গোলটেবিল অনুষ্ঠানে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। এর মধ্যে মাত্র তিন বা চার হাজার কোটি টাকা নিয়ে ঝামেলা হয়েছে। এটা কোনো বড় অঙ্কের অর্থ নয়। এ নিয়ে হইচই করারও কিছু নেই।’


এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আজকেও বলেন, ‘হ্যাঁ, আমি এখনো একই কথা বলছি।’ হলমার্ক বিষয়ে গণমাধ্যমের প্রচারণা সম্পর্কে তিনি বলেন, ‘এমনভাবে লেখা হচ্ছে, যেন ব্যাংকিং সেক্টরে ধস নেমেছে। আসলে কিছুই না।’