সোমবার দুপুর একটা ১২ মিনিটে তানভীর ও তুষারকে রমনা মডেল থানা থেকে দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে আনা হয়েছে। একটা ১৫ মিনিটে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ শেষ হলে কিছু আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানান হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে দুদকের প্রধান অনুসন্ধান কর্মকর্তা ও জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, এগার মামলার প্রত্যেকটিতে ১০ দিন করে আদালতের কাছে মোট ১১০ দিনের রিমান্ডের আবেদন করবে দুদক।
উল্লেখ্য, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদকে রোববার রাত সোয়া ৯টায় রাজধানীর মিরপুর-১০ থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়ার সময় তানভীরের কাছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।