গত ১ অক্টোবর কানাডার টরন্টোতে প্রথমবারের মতো রিহ্যাব মেলা শুরু হয়। বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্টে রিহ্যাবের উদ্যোগে এবং ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় তিন দিনের এই আবাসন মেলা বসে।

 কানাডার টরন্টোতে রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুুল মান্নান খান বাংলাদেশে আবাসন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, জমিজমা এবং ফ্ল্যাট নিয়ে প্রবাসীদের কোনো সমস্যা থাকলে তা সমাধানে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, ডিজিটাল ওয়ান মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান জাকারিয়া মাসুদ ও প্রকৌশলী জাহিদ হোসেন। নসরুল হামিদ বলেন, প্রবাসীদের সর্বোত্তম সেবা দিতে আগামীতেও রিহ্যাব কাজ করে যাবে।

মেলায় অর্ধ শতাধিক আবাসন শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। টরন্টোতে প্রথমবার এ মেলার আয়োজন করা হলেও তাতে প্রবাসীদের ব্যাপক সাড়া ছিল।