সাকিবের পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন মুশফিকুর রহিম। গতকাল বিসিবি ৩৩তম বোর্ড মিটিংয়ে জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম আর সহ-অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম চূড়ান্ত করে।

গত ৫ই সেপ্টেম্বর ৩৩তম মিটিংয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক পদ থেকে অপসারণ করে বোর্ড। এর পর ১৫ দিনের মাথায় নতুন কাণ্ডারি মনোনীত করা হলেও তা শুধুই দু’টি সিরিজের জন্য। গতকাল বিকাল ৪টায় বিসিবিতে বোর্ড মিটিং শুরু হয়। বিকাল ৫টা ৩০ মিনিটে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুশফিক আর রিয়াদের নাম ঘোষণা করেন।

৯৮টি ওডিআই আর ২৪টেস্ট ম্যাচ খেলা উইকেটরক্ষক মুশফিক হচ্ছেন টেস্ট দলের ৮ম অধিনায়ক। আর ১৬তম ওডিআই অধিনায়ক। জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক অধিনায়ক হলেন এই নিয়ে দ্বিতীয় বার। এর আগে উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট জাতীয় দলের অধিনায়ক ছিলেন।

মুশফিক আর রিয়াদের নাম ঘোষণার সময় জালাল ইউনুস বলেন, মুশফিক আর রিয়াদকে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজে অধিনায়ক-সহ-অধিনায়ক নির্বাচিত করেছে বিসিবি।