অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত। টাউন্সভিলের টনি আয়ারল্যন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৭ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই প্রশান্ত চোপরার বিদায়ে ভারতের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে বারা অপরাজিতের (৩৩) সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন উন্মুক্ত।
দলীয় ৭৫ রানে অপরাজিতের বিদায়ের পর হনুমা বিহারি (৪) ও বিজয় জুলের (১) দ্রুত বিদায়ে চাপে ভারত।
৯৭ রানে ৪ উইকেট হারানো ভারতকে তৃতীয় শিরোপা এনে দেয়ার কৃতিত্ব উন্মুক্ত ও স্মিত প্যাটেলের (৬২*)। পঞ্চম উইকেটে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ম্যাচ শেষে ১১১ রানে অপরাজিত থাকেন উন্মুক্ত। তার ১৩০ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কা।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলীয় ৩৮ রানে আউট হন মেরিক বুকানন (১২) ও কার্টিস প্যাটারসন (১৬)। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরিণত হয় ৩৮/৪ এ।
পঞ্চম উইকেটে ট্র্যাভিস হিডের (৩৭) সঙ্গে ৬৫ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন অধিনায়ক উইলিয়াম বসিস্টো। দলীয় ১০৩ রানে হিডের রান আউট দিয়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এ জুটি।
ষষ্ঠ উইকেটে অ্যাশটন টার্নারের (৪৩) সঙ্গে ৯৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে আসেন বসিস্টো। এরপর আলেক্স জর্জি (৪) ও জুয়েল প্যারিস (০) দ্রুত বিদায় নিলেও বসিস্টোর অপরাজিত ৮৭ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে স্বাগতিকরা। বসিস্টোর ১২০ বলের ইনিংসে ৬টি চার।
৫৪ রানে ৪ উইকেট নেন ভারতের সন্দীপ শর্মা।