সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ ১৬ অক্টোবর বুধবার বিয়ে করলেন বলিউডের বহুল আলোচিত তারকা-যুগল সাইফ আলী খান ও কারিনা কাপুর। এ প্রসঙ্গে বিয়ে নিবন্ধক সুরেখা রমেশের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ দুপুরের পর বান্দ্রায় অবস্থিত সাইফের ফরচুন হাইটস অ্যাপার্টমেন্টে তিন জন সাক্ষীর উপস্থিতিতে সাইফ-কারিনারবিয়ের নিবন্ধন করা হয়েছে।সাক্ষী হিসেবে ছিলেন সাইফের মা শর্মিলা ঠাকুর,কারিনার বাবা রণধীর কাপুরও মা ববিতা। গত ১২ সেপ্টেম্বর বিয়ে নিবন্ধনের আবেদন করেছিলেন তাঁরা। নিছক আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য এক হাজার ভারতীয় রুপি ফি হিসেবে দিতে হয়েছে তাঁদের। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে সাইফ ও কারিনার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ে উপলক্ষে কাল বুধবার হরিয়ানায় পতৌদি প্রাসাদে আয়োজিত হবে বিশেষ ভোজ। ১৮অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হবে সাইফ-কারিনার বিবাহোত্তরসংবর্ধনা। সাইফ-কারিনার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ১৪ অক্টোবর রোববার। ওই দিন ভারতীয় বিয়ের রীতি অনুযায়ী মুম্বাইয়ের বান্দ্রায় কনে কারিনা কাপুরের বাড়িতে সম্পন্ন হয় ‘সংগীত’ অনুষ্ঠান। সাইফ-কারিনার পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধু-সহকর্মীর উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। গতকাল সোমবার তাজমহল প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে সাইফ-কারিনার ‘মেহেদি’ অনুষ্ঠান।