ছয় বিশ্বশক্তি যারা বাগদাদে ইরানের সঙ্গে আলোচনা করছে তাদের মুখপাত্র মাইকেল ম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আলোচকরা কিছুটা অগ্রগতি সাধন করেছেন। তবে বড় রকমের কোন মীমাংশা হয়নি।
এর আগে ইরানের বিতর্কিত পারমানবিক কার্যক্রম বিষয়ে বিশ্ব শক্তিগুলো তাদের আলোচনায় যে নীতি অবস্থান গ্রহণ করে, বৃহস্পতিবার ইরান তা প্রত্যাখ্যান করে।
ইরানের পারমানবিক কার্যক্রমের ক্ষেত্রে যে সম্ভাব্য একটা সামরিক দিক রয়েছে সে বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ নিরসনের প্রচেষ্টায় বাগদাদে দু পক্ষ দ্বিতীয় দিনের মতো বৈঠক করে।
২০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম পরিশোধনের বিষয়টি নিয়ে বিতর্ক। ইরান বলছে তাদের সমৃদ্ধকরণ কাজ হচ্ছে চিকিত্সা গবেষণা এবং বিদ্যুত্ উত্পাদনের জন্য।
পশ্চিমী দেশগুলো আশংকা করছে যে ইরান হয়ত দ্রুত তাদের ইউরেনিয়াম ৯০ শতাংশ বিশুদ্ধ করতে পারবে। পারমানবিক অস্ত্রের জন্য ইউরেনিয়ামের ৯০ শতাংশ বিশুদ্ধতার প্রয়োজন।