আয়ারল্যান্ডের উদ্দেশে গতকাল সকালে দেশ ছেড়েছে জাতীয় ক্রিকেট দল। সকাল ১০টায় যাত্রা করে মুশফিকরা। তবে দলে ছিলেন না স্পিনার আবদুর রাজ্জাক। বিয়ের কারণে তিনদিন পর আয়ারল্যান্ড যাওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, এই সফরে জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত দল। অন্তত গত আইসিসি বিশ্বকাপের সময়ের চেয়ে এটি ভালো দল।’
টোয়েন্টি২০ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির সিরিজে বাংলাদেশ সব কয়টি ম্যাচেই জয় পেতে চায় বলে জানালেন অলরাউন্ডার নাসির হোসেন। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের সেরাটা উপস্থাপন করতে পারি তাহলে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সম্ভব।
সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি মর্তুজা বলেন, ‘ওখানকার উইকেট পেস সহায়ক হয়ে থাকে। আর আবহাওয়াটা ভিন্ন ধরনের। তাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আয়ারল্যান্ডের উইকেটে আমাদের সফল হওয়াটাই বড় চ্যালেঞ্জ।’
আয়ারল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দলের প্রথম কাজ হবে আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো। সে জন্যই ৬ দিন হাতে রেখে এই সফরসূচি করা হয়েছে। আগামী ১৬ জুলাই আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।
একদিন বিরতি দিয়ে ১৮ জুলাই বেলফাস্টে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২১ জুলাই সিরিজের বাকি দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই খেলবে স্কটল্যান্ডের এবং ২৫ জুলাই হল্যান্ডের বিপক্ষে আরো দুটি টি২০ ম্যাচ টাইগাররা।
বিসিবির পরিচালক সাজ্জাদুল আলম খান ববি জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড যাওয়ার কথা রয়েছে। তার ভিসা ও টিকিট হলেও রাজ্জাককে সঙ্গে নিয়ে ১৪ জুলাই যাবেন।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, জহুরুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, মো. ইলিয়াস, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিকী, আবুল হাসান ও জিয়াউর রহমান।