বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহিলা বিভাগে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে ৯৩ রান করে নিউজিল্যান্ড। অ্যানি স্টারথওয়েট ৩০, নিকোল ব্রাউন ১৮ ও কেটি মার্টিন ১৯ রান করেন।
ইংল্যান্ডের ডানহাতি অফ স্পিনার ড্যানিয়েল ওয়েট তিন ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট নেন। হলি কলভিন চার ওভারে ১৫ রানে নিয়েছেন দুটি। এছাড়া একটি করে উইকেট নেন শ্রাবসোলে ও মার্শ।
জবাবে ক্যালট্টি এডওয়ার্ডসের ৩৩, সারাহ টেলরের অপরাজিত ২১ ও লেডিয়া গ্রিনওয়ের ২২ রানে ১৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।