ইউএস ওপেনে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিওঁ বারতোলি।
দ্বিতীয় রাউন্ডে কিম ক্লাইস্টার্স ও তৃতীয় রাউন্ডে লি নাকে বিদায় করে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠে আসা যুক্তরাজ্যের লারা রবসন রোববার স্টোসারের সঙ্গে আর পেরে ওঠেননি। স্টোসারের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান তিনি।
উইম্বলডন চ্যাম্পিয়ন শারাপোভা এদিন অল্পের জন্য অঘটনের শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছেন। নাদিয়া পেত্রোভার বিপক্ষে প্রথম সেট সহজেই ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেট ৪-৬ ব্যবধানে হেরে যান। তৃতীয় সেটেও ০-২ গেমে পিছিয়ে ছিলেন। এমন সময় নামে বৃষ্টি। এজন্য খেলা এক ঘন্টা ১৩ মিনিট বন্ধ থাকে।
বৃষ্টির পর ফিরে একদমই অন্য চেহারা শারাপোভার। তৃতীয় সেট ৬-৪ এ জিতে নিয়ে শেষ আটে ওঠার উল্লাসে মেতে ওঠেন এই রুশ তারকা।
অন্য ম্যাচে আজারেঙ্কা সহজেই ৬-২, ৬-২ গেমে হারান আনা তাতিশভিলিকে। তবে হেরে গেছেন পেত্রা কেভিতোভা। ফ্রান্সের বারতোলির কাছে ১-৬, ৬-২, ৬-০ গেমে হেরে যান তিনি।
পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি রডিক, হুয়ান মার্তিন দেল পোর্তো ও ডেভিড ফেরার।