সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের এই ট্যাবলেট তৈরি করেছে প্রচুর আধুনিক হার্ডওয়্যারের সমন্বয়ে এবং তারা চেষ্টা করেছে যতটা সম্ভব ট্যাবলেট নিক্সাস ৭-এর মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখার জন্য। গুগলের এই নিক্সাস ৭ ট্যাবলেটে রয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে, যার ঔজ্জ্বল্য নির্ধারণ করা হয়েছে ১২৮০ী৮০০ পিক্সেল এবং এটি চালিত হবে ১.৩ গিগাহার্জের কুয়াড কোর টেগরা ৩ চিপ দ্বারা। ট্যাবলেটটির গতি বৃদ্ধির জন্য এর সঙ্গে যুক্ত করা হয়েছে ১ জিবি র্যাম। নিক্সাস ৭ ট্যাবলেটটির দৈর্ঘ্য ১৯৮.৫ মিলিমিটার, প্রস্থ ১২০ মিলিমিটার এবং পুরুত্ব ১০.৫ মিলিমিটার
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের সম্মেলনে পূর্ব প্রত্যাশিতভাবেই সকল প্রকার গোপনীয়তার জাল ভেদ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তাদের গুগল ব্র্যান্ডের ট্যাবলেট নিক্সাস ৭-এর। অনেকদিন আগে থেকেই গুগলের নিজস্ব ব্যানারে আসা এই ট্যাবলেটটি নিয়ে চলছিল অনেক গুঞ্জন। আর তার মধ্যে প্রাধান্য পেয়েছিল এই গুগল ট্যাবলেটের মূল্য কত হতে পারে সেই আলোচনা। আর এ সম্মেলনে গুগল নিক্সাস ৭-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি এর মূল্যের কথাও প্রকাশ করা হয়েছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইউএস ডলার বা প্রায় ১৭ হাজার টাকা। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের এই ট্যাবলেট তৈরি করেছে প্রচুর আধুনিক হার্ডওয়্যারের সমন্বয়ে এবং তারা চেষ্টা করেছে যতটা সম্ভব ট্যাবলেট নিক্সাস ৭-এর মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখার জন্য। গুগলের এই নিক্সাস ৭ ট্যাবলেটে রয়েছে ৭ ইঞ্চি ডিসপ্লে, যার ঔজ্জ্বল্য নির্ধারণ করা হয়েছে ১২৮০ী৮০০ পিক্সেল এবং এটি চালিত হবে ১.৩ গিগাহার্জের কুয়াড কোর টেগরা ৩ চিপ দ্বারা ট্যাবলেটটির গতি বৃদ্ধির জন্য এর সঙ্গে যুক্ত করা হয়েছে ১ জিবি র্যাম। নিক্সাস ৭ ট্যাবলেটটির দৈর্ঘ্য ১৯৮.৫ মিলিমিটার, প্রস্থ ১২০ মিলিমিটার এবং পুরুত্ব ১০.৫ মিলিমিটার। এর ওজন মাত্র ৩৪০ গ্রাম। গুগল নিক্সাস ৭ হতে যাচ্ছে প্রথম কোনো ডিভাইস, যা গুগলের সবচেয়ে আধুনিক অপারেটিং সিস্টেমে চালিত হবে এবং গুগল নিক্সাস ৭-এর অপারেটিং সিস্টেম হল অ্যানড্রয়েড ৪.১ জেলি বিন, যা তাদের জন্য ব্যবসায়িক সফলতা নিয়ে আসতে পারে বলে মনে করে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গুগল নিক্সাস ৭-এর সামনের দিকে যুক্ত করা হয়েছে শুধু একটি ক্যামেরা, যা ভিডিও কল করার জন্য ব্যবহার করা যাবে এবং মজার ব্যাপার হল এই ক্যামেরাটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিডিও ধারণ করতে সক্ষম। আর জায়ান্ট গুগলের ঘোষণা মতে, এই ট্যাবলেটটি উচ্চ প্রযুক্তির গেইম খেলার জন্য সম্পূর্ণ অনুকূল, যা গুগল নিক্সাস ৭ ব্যবহরকারীর গেইম খেলার অভিজ্ঞতাকে আরও ত্বরান্বিত করবে। গেইম খেলার উপযোগী করে তোলার জন্য এর সঙ্গে যুক্ত করা হয়েছে ১২ কোর এনভাইডিয়া জিফোরস জিপিইউ। আর এ ট্যাবলেট তৈরি হয়েছে আসুসের আদলে। তবে এটি যে শুধু অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতার জন্য তৈরি তা নয়। বরং ট্যাবলেটটি তৈরি হয়েছে তাদের মূল্য নির্ধারণের কথা মাথায় রেখে। গুগল নিক্সাস ৭ ট্যাবলেটে রয়েছে বাইরে থেকে দুটি ম্যামোরি কার্ড সংযোজনের সুবিধা, যা হতে পারে ৮ জিবি বা ১৬ জিবির মেমোরি কার্ড। তবে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের ফলে এর মূল্য ২৪৯ ইউএস ডলার নির্ধারণ করার কথা থাকলেও তা কমিয়ে মূল্য নির্ধারণ করেছে জায়ান্ট গুগল। এতে তৃতীয় মাত্রার ইন্টারনেট ব্যবহারের সুযোগ রাখা হয়নি। আর তৃতীয় মাত্রার ইন্টারনেট ব্যবহারের সুযোগ না রাখার কারণ হচ্ছে এর মূল্য নিয়ন্ত্রণ। যার ফলে এর বাজার অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বোদ্ধারা। তবে গুগল নিক্সাস ৭-এ রয়েছে ওয়াই-ফাই, ব্লু-টুথ এবং এনএফসি ব্যবহারের সুবিধা। এ ছাড়াও এতে রয়েছে গুগল ওয়ালেট প্রি ইন্সটলার। গুগলের ট্যাবলেট পেতে চাইলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড কিংডমের ভোক্তারা আগেই আবেদন করে রাখতে পারেন। ট্যাবলেটটি বিক্রির জন্য বাজারে এসেছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে