বোর্ড কর্তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রায় এক বছর ছিলেন দলের বাইরে। সব বিরোধ মিটিয়ে দলে ফিরেই নিজের ব্যাটিং নৈপুণ্যের ঔজ্জ্বল্য ছড়াতে লাগলেন। হ্যাঁ, বলা হচ্ছে ক্রিস গেইলের কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টিতে তার ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে নিয়েছিল। এবার ওয়ানডেতেও গেইল তার ব্যাটিং-ঝড় অব্যাহত রাখছেন। প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন ৬৩ রানে। আর এবার ঘরের মাঠে সেঞ্চুরিই করে বসলেন। কাল জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরা জোড়া সেঞ্চুরির কল্যাণে রানের পাহাড় গড়েছে। সেঞ্চুরি পান মারলন স্যামুয়েলসও। এ দু’জনের ব্যাটিংয়ে উইন্ডিজ ৫ উইকেটে ৩১৫ রানের বিশাল স্কোর দাঁড় করায়। গেইল ১০৭ বলে ৯ ছক্কা ও ৮ চারে ১২৫ রানে আউট হলেও স্যামুয়েলস ১০৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে আট ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে। ইন্টারনেট।