চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা।  প্রতিযোগিতা শুরু হবে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর থেকে। চূড়ান্ত খেলা ১২ অক্টোবর। ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ গ্রুপের অন্য দল দুটো হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রথম আসরের বিজয়ী ভারত ছাড়াও থাকবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা অন্য দল। ‘সি’ গ্রুপে অংশ নেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার এইটে। হাম্বানটোটায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।