জিম্বাবুয়কে হোয়াইটওয়াশ করছে সফরকারি পাকিস্তান। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ২৮ রানে স্বাগতিকদের হারায় তারা। ২৭১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪২ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সিবান্দা (৫৯) ও চিবাবা (৬২) ১১০ রানের জুটি গড়লেও হার এড়ানো সম্ভব হয়নি। পাকিস্তানের চিমা ৪৩ রানে ৪ উইকেট নেন। এর আগে ইউনিস খান ও আসাদ শফিকের অর্ধশতকে সফরকারীরা ৫ উইকেটে ২৭০ রান সংগ্রহ করেছে। টসে জিতে জিম্বাবুয়ে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায়। মোহাম্মদ হাফিজ ও ইমরান ফরহাতের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে পাকিস্তান। অনভিজ্ঞ জিম্বাবুইয়ান পেসারদের কঠিন পরীক্ষার মুখোমুখি করেছিল ওপেনারদ্বয়। দলীয় ৪৫ রানে হাফিজকে (২৩) ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙেন রায়ান ভিটরি। এরপর আসাদ শফিককে নিয়ে ফরহাতের প্রতিরোধ। ব্যক্তিগত ৩৭ রানে চিগুম্বুরার বলে মাঠ ছাড়েন তিনি। এরপর শফিক ও ইউনিস খানের ৯৭ রানের জুটি বড় সংগ্রহের লক্ষ্য দেখায় পাকিস্তানকে। ব্যক্তিগত ৫১ রানে শফিক মাঠ ছাড়লেও নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইউনিস।