আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে জায়গা পাননি শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী শুভ। এছাড়া চোট কাটিয়ে সেরে না উঠায় দলে অন্তর্ভুক্ত হননি পেসার রুবেল হোসেন।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালী, শুভাগত হোম, মুমিনুল হক, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, এনামুল হক, মোহাম্মদ ইলিয়াস, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, আবুল হাসান, সাহাদাত হোসেন, কাজী কামরুল ইসলাম, মো. আল আমিন ও আলাউদ্দিন বাবু।