ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে আজ সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন,
আহত ২। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। ফলে দীর্ঘ যানজটের কারনে ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে, সকাল ১০ টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী বাস মস্তফাপুরের বড় ব্রিজের কাছে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী দুলাল কাজী ও শাওনের নিহত হয়, আহত হয় আরো ২ জন। উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। তারা তখন একটি বাসে আগুন ধরিয়ে দেয়। দুপুর ১ টার দিকে পুলিশ অবস্থা নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।