সফররত পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যাণ্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। মাত্র তিন দিনেই শেষ হল ম্যাচ।

এর আগে নিউজিল্যাণ্ডের প্রথম ইনিংসে করা ২৭৫ রানের জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ৩৬৭ রান। নিউজিল্যাণ্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে। ফলে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যাণ্ড মাত্র ১১০ রানে অলআউট হয়। পাকিস্তানি তিন বোলার তানভির আহমেদ, উমর গুল ও আবদুর রেহমান প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। নিউজিল্যাণ্ডের পক্ষে সর্বোচ্ছ ৩৫ রান করেন ব্র্যাণ্ডন ম্যাককালাম। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯ রানের লক্ষে নেমে কোন উইকেট না হারিয়ে লক্ষে পোঁয়ে যায় পাকিস্তান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আবদুর রেহমান। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে।