দুই টি২০ ম্যাচ হেরে সফর শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় টি২০ ম্যাচ জিতে জয়ে ফেরে পাকিস্তান। প্রথম টেস্টের দুই দিন শেষে বলতে হবে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে পাকিস্তান। গতকাল পাকিস্তান অধিনায়ক মেজবাহ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন।

দিনের শুরুতে ১.৫ ওভারের সময় নিউজিল্যাণ্ডের দলীয় ৯ রানের মাথায় ব্যাক্তিগত ৫ রানে তানভির আহমেদ ম্যাকিণ্টসের উইকেট তুলে নিয়ে পাকিস্তানের অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাককালাম ও গাপটিল ভালোই জবাব দিচ্ছিলেন পাকিস্তানি বোলারদের। ম্যাককালাম দলীয় ৯২ রানে ব্যাক্তিগত ৫৬ রানে আউট হলে আবার আক্রমনে ফেরে পাকিস্তানি বোলররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যাণ্ড। তবে ৮ম উইকেট জুটিতে আবার প্রতিরোধ গড়েন টিম সাউদি ও উইলিয়ামসন। উমর গুল দলীয় ২৬১ রানে সাউদির উইকেট তুলে নিলে ২৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যাণ্ডের ইনিংস। পাকিস্তানের তানভির আহমেদ ৪ উইকেট ও আবদুর রহমান ৩ উইকেট লাভ করেন। পাকিস্তান ইনিংসের শুরুতেই হারায় ওপেনার হাফিজকে। এরপর অপর ওপেনার তৌফিককে ভালোই সংঙ্গ দেন আজহার আলি। কিন্তু দলীয় ৭২ রানে বিদায় নেন আজহার। উইকেটে সেট হয়ে বিদায় নেন অভিজ্ঞ ইউনুস খানও। ১০৭ রানে পাকিস্তান ৪ উইকেট হারালে জুটি গড়েন মেজবাহ ও আসাদ সফিক। দিন শেষে অধিনায়ক সতর্কভাবে ব্যাটিং করে ৫০ ও সফিক ধৈর্য্যশীল ৭৪ রানে অপরাজিত থেকে ১২৮ রানের জুটি গড়েন। নিউজিল্যাণ্ডের মার্টিন ২ উইকেট ও অভিষিক্ত আরনেল ২ উইকেট নেন।