নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আনামুল হকের শতকের সুবাদে ২২ বল বাকি রেখেই সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
টাউন্সভিলের এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৬ ওভার ২ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে সৌম্য সরকার (১০) বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেটে লিটন দাসের (৫৩) সঙ্গে আনামুলের ১৭৯ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।
এহসান আদিলের বলে বোল্ড হয়ে লিটন ফেরার পর বেশিক্ষণ টেকেন নি আনামুলও (১২৮)। দলীয় ২১৭ রানে মোহাম্মদ নওয়াজের বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরার সময় জয় বাংলাদেশের হাতের নাগালে।
আনামুলের ১১২ বলে ইনিংসে ৫টি চার ও ৮টি ছক্কা।
এরপর আল-আমিন জুনিয়র (১) ও মোসাদ্দেক হোসেন জুনিয়রের (১) দ্রুত বিদায় বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিলেও সহ-অধিনায়ক কাজী নুরুল হাসানকে (৮*) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন আসিফ আহমেদ (১২*)।
পাকিস্তানের পক্ষে এহসান ও নওয়াজ দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৩৩ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ওমর ওয়াহিদের (১৭) সঙ্গে ৩১ ও ষষ্ঠ উইকেটে নওয়াজের সঙ্গে ৩৭ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ফরাজ আলী (৪৩)।
এরপরও ৪৫ ওভার পর্যন্ত দলটির স্কোর ছিল ১৬১/৬। সেখান থেকে নওয়াজ ও শহীদ ইলিয়াসের (৪৪) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭৪ রান সংগ্রহ করে আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে দলটি।
শুরুতে ভীষণ সতর্ক ব্যাটিং করা নওয়াজ ইনিংসের শেষ বলে সাজঘরের পথ ধরার আগে করেন ৮২ রান। তার ৮৬ বলের ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আল আমিন ও দেওয়ান সাব্বির।