মহাকাশের কক্ষপথে পাঠানো প্রায় ২ টন ওজনসম্পন্ন জার্মানির একটি এক্স-রে স্যাটেলাইট অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর দিকে আবারও ধেয়ে আসছে। তবে ঠিক কখন ও কোথায় রোস্যাট নামের স্যাটেলাইটটি পৃথিবীর বুকে আছড়ে পড়বে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেননি মহাকাশ বিজ্ঞানীরা।

তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন স্যাটেলাইটটি ১ দশমিক ৬ টন ওজন নিয়ে সমুদ্র পৃষ্ঠের জলরাশিতে আঘাত হানবে। এর আগেও নাসার পাঠানো ইউএআরএস স্যাটেলাইটটি সমুদ্রপৃষ্ঠে আছড়ে পড়েছিল। মহাকাশ বিজ্ঞানী ও গবেষক প্রফেসর রিচার্ড ক্রাউথার বিবিসিকে বলেন, এতদিন পর্যন্ত আমরা যেসব স্যাটেলাইট তৈরি করেছি মহাকাশের বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখেই তা করেছি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে পুনরায় আঘাত হানার বিষয়টি নিয়ে আমরা ততটা ভাবিনি। তবে ভবিষ্যৎ স্যাটেলাইট তৈরির ক্ষেত্রে আমরা এ দু’টি মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির বিষয়েই বেশি গুরুত্ব দেবো।