ইরাকে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ যুব ফুটবল দল।
গতকাল শুক্রবার ইরাকের ইরবিল শহরে অনুষ্ঠিত নিজস্ব ম্যাচে বাংলাদেশ ০-২ গোলে ফিলিস্তিনের কাছে হেরেছে। ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করেছে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। ৫৩ মিনিটে দাউদ সালাহ প্রথম গোল এবং ৬৫ মিনিটে ইব্রাহিম ইয়াহিয়া দ্বিতীয় গোল করে। অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের অধিনায়ক ইমন ঢাকা ছাড়ার আগে জানিয়েছিলো ইরাক কঠিন দল। কিন্তু আমরা ফিলিস্তিনকে হারানোর চেষ্টা করবো। কিন্তু ইমনের চাওয়া পূরণ হয়নি। এ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছে ইরাকের সাথে। আগামীকাল ইরানের সাথে তৃতীয় ম্যাচ বাংলাদেশ যুব ফুটবল দলের।