আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা একদিনের দলের নেতৃত্বে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনিই একমাত্র খেলোয়াড়, যিনি টানা চার বছর এ দলে জায়গা পেলেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ সিং, সর্বোচ্চ উইকেট শিকারী জহির খান ও উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগও রয়েছেন এ দলে। বিশ্বকাপ রানারআপ শ্রীলঙ্কার তিন খেলোয়াড় রয়েছেন দলে। তারা হলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিলকারত্নে দিলশান, সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও পেসার লাসিথ মালিঙ্গা (দ্বাদশ ব্যক্তি)।
দক্ষিণ আফ্রিকা দলের রয়েছেন দুজন-একদিনের ক্রিকেট দলের নতুন অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ও পেসার ডেল স্টেইন। পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন উমর গুল। অন্য দুই খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ও ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান। ২০১০ সালের ১১ আগস্ট থেকে ২০১১ সালের ৩ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফর্মেন্স বিবেচনা করে এ একাদশ গঠন করেছে আইসিসির একটি কমিটি। ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন পল অ্যাডামস, মাইক গ্যাটিং, ড্যানি মরিসন ও জহির আব্বাস।
দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), যুবরাজ সিং, জহির খান, বীরেন্দর শেবাগ, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, উমর গুল, এবিডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, গ্রায়েম সোয়ান, ডেল স্টেইন ও লাসিথ মালিঙ্গা।