বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে ফিরেছেন বয়েড র্যাংকিন। গত এপ্রিলে পায়ে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ইংল্যান্ডের কাউন্টি ওয়ারউইকশায়ারের হয়ে খেলা এই পেসার।
সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এই সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। এর আগে সোমবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
কম্বারে অ্যান্ড্রু হোয়াইটের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় প্রথম ও বিকেল ৫টায় নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।
গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ১৫টি উইকেট নিয়েছিলেন র্যাংকিন।
অনেক দিন পর দলে ফিরে তিনি রোমাঞ্চিত। তিনি বলেন, “আমি বেলফাস্টের প্রথম ম্যাচের অপেক্ষায় আছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমাদের কিছু সুখকর স্মৃতি আছে।”
“ট্রেন্টের (জনস্টন) সঙ্গে আমার নতুন বলের জুটি বেশ কার্যকর হিসেবে প্রমাণিত। এটা আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ,” যোগ করেন র্যাংকিন।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, এড জয়েস, জন মুনি, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, বয়েড র্যাংকিন, ম্যাক্স সোরেনসেন, পল স্টারলিং, অ্যান্ড্রু হোয়াইট ও গ্যারি উইলসন।