অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের কাপ পর্যায়ে খেলা নিশ্চিত করলো টাইগাররা। এটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কাপ পর্বে খেলার তৃতীয় সুযোগ। এর আগে তরুণ বাংলাদেশি ক্রিকেটাররা ২০০৬ ও ২০০৮ সালে এই সুযোগ পায়।
বৃহস্পতিবারের ম্যাচে নামিবিয়া টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পিটার বার্গ ওভালে এই ম্যাচে ৩৭ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই ১৫৫ রান করে টাইগাররা।