তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে জয়ের জন্য ৬১ রানের লক্ষ্য দিয়েছে সালমা খাতুনের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভার ১ বলে ৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

রানের খাতা খুলার আগেই ২ উইকেট হারানো বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ বল আগেই অলআউট হয়ে যায়।

সর্বোচ্চ ১৬ রান আসে রুমানা আক্তারের ব্যাট থেকে। অতিরিক্ত খাত থেকেও আসে ১৬ রান। এছাড়া কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারে নি।

১০ রানে ৪ উইকেট নিয়ে সাবনিম ইসমাইল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।