সার্বভৌমত্ব রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিবে: পররাষ্ট্র উপদেষ্ট্রা

বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ জলসীমানায় মিয়ানমার কর্তৃক তেল-গ্যাস আনুসন্ধান ইসুকে কেন্দ্র করে বাংলাদেশ মায়ানমার সিমান্তে উত্তেজনানাপূর্ণ বিরাজ করছে। মিয়ানমার বরাবর বাংলাদেশ সিমান্তে সর্বোচ্চ সতর্কতা রেড এলার্ট জারী করছে।