শনিবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১১ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের চুড়ান্ত খেলায় ভারত জিতে গেল।
ভারত শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভিরের ব্যাটিংয়ের ওপর ভর করে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে।
এবার নিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে নিয়ে গেল। এর আগে বিশ্বকাপ জেতে তারা ১৯৮৩ সালে লর্ডসে। আর টানা দু’বার রানার্স-আপ হলো শ্রীলঙ্কা। গতবার চূড়ান্ত খেলায় তারা হার মানে অস্ট্রেলিয়ার কাছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চূড়ান্ত খেলা হয়।