আজ বুধবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে শুরু হচ্ছে জাতীয় মহিলা ফুটবল চাম্পিয়নশীপ-২০১২।
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে আয়োজক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা জেলা দল অংশ গ্রহন করবে। প্রথম পর্বের উদ্বোধনী খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা জেলা দল মুখোমুখি হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক। বিশেঘ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আরিফ খান জয় ও মেম্বার অব এক্সিকিউটিভ কমিটির, এএফসি মাহফুজা আক্তার কিরন। বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুলতান উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে বিকাল ৪ টায় অনুষ্ঠানটি শুরু হবে।