বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের ওডিআই সিরিজ আজ বৃহস্পতিবার শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। এটি উভয় দলের প্রথম আনুষ্ঠানিক ওডিআই সিরিজ।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওডিআই সার্টিফিকেট অর্জনের পর ঘরের মাঠে প্রথম সিরিজ খেলবে সালমাবাহিনী। তবে গত মাসে দেশের বাইরে (আয়ারল্যান্ড) প্রথম ওডিআই সিরিজে খেলা হয়ে গেছে সালমাদের।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে গতকাল শুক্রবার ও রোববার অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টোয়েন্টি২০ ম্যাচ।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে দ. আফ্রিকান মহিলা ক্রিকেট দল। অতিথি দল টি২০ বিশ্বকাপে অংশ নেবে। আর বাংলাদেশ মাত্র ওডিআই ম্যাচে নাম লিখিয়েছে। পার্থক্যটা স্পষ্ট।
দুদিন আগে ঢাকায় পা দিয়ে দ. আফ্রিকান মহিলা ক্রিকেট দল মিরপুরের আবহাওয়া আর পরিবেশের সঙ্গে পরিচিতিটি শক্ত করতে গতকাল দুপুরে অনুশীলন করেছে।
মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে বাটিং-বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই কঠোর অনুশীলন করে অতিথি মহিলা ক্রিকেট দল।