সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল হার মানতে হলো আজহারউদ্দিনের ছেলে আয়াজউদ্দিনকে।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারের ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতাল। দায়িত্বরত চিকিৎসক বলেন, সাবেক ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আয়াজউদ্দিন পাঁচদিন আশঙ্কাজনক অবস্থায় থাকার পর মৃত্যুকে বরণ করেছে। গত রোববার অন্ধ্র প্রদেশের পাপালগাডায় ফুফুতো ভাই আজমলকে নিয়ে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আয়াজউদ্দিন। কয়েক ঘণ্টা পর মারা যান ১৬ বছর বয়সী আজমল। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঁচদিন কাটানোর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আয়াজও।
আয়াজউদ্দিন, আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নাউরিনের কনিষ্ঠ সন্তান।
আয়াজ অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মেধাবি ক্রিকেটার ছিলেন।