এককের শিরোপা গন্ধ না শুকাতেই দ্বৈতের শিরোপা জয় করেছে সেরেনা উইলিয়ামস। সব মিলিয়ে দারুণভাবেই পরশু দিনটি উদযাপন করেছেন ২ মার্কিন টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামস। মেয়েদের এককে পঞ্চম শিরোপা জেতার পর বড় বোন ভেনাসকে নিয়ে দ্বৈতেও চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা।
উইম্বলডনে অল ইংল্যান্ড ক্লাবে দুই বোনের রাজত্ব এই প্রথম নয়। উইম্বলডনে শেষ ১৩টি এককের শিরোপা দুই বোন মিলে জিতেছেন ১০ বার। দুই জনই সমান হয়ে গেছেন শিরোপা জয়ের তালিকায়। সেরেনার পাশাপাশি সাবেক র্যাংকিংসেরা ভেনাসও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০০, ২০০১, ২০০৫, ২০০৭ ও ২০০৮-এ একক শিরোপা জিতেছেন ভেনাস। পাশাপাশি উইম্বলডনে দ্বৈতে আরো চারবার শিরোপা জিতেছেন উইলিয়ামস বোনদ্বয়।
ফাইনালে তারা সরাসরি সেটে (৭-৫, ৬-৪ গেমে) হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের আন্দ্রে হাভাচকোভা ও লুসি রাদেচকা জুটিকে। এ জয়ে ক্যারিয়ারে ১৩ বার গ্র্যান্ডসস্নাম দ্বৈত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সেরেনা-ভেনাস। বিষণ্নতাজনিত রোগে আক্রান্ত ভেনাস ২০১০ সালের পর এই প্রথম শিরোপার মুখ দেখেছেন। ক্যারিয়ারে মোট ৪৩টি শিরোপা জিতলেও দুবাইয়ে ১০১০ সালে সর্বশেষ শিরোপা জিতেছেন। তবে ২০০৮ সালের পর এবারই প্রথম গ্র্যান্ডসস্নাম শিরোপা পেয়েছেন র্যাংকিংয়ে ৫৮তম স্থানে নেমে যাওয়া ভেনাস।
শিরোপা জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সেরেনা বলেছেন, ‘দিনটি আমার কাছে দীর্ঘ মনে হয়েছে। এককে শিরোপা জেতায় খুশি হয়েছি তবে দ্বৈতে হেরে গেলে সেটা হতো বড় হতাশার।’ আর ভেনাস বলেছেন, ‘দিনের শুরুতে বক্সে বসে সেরেনার যে খেলা দেখেছি আমার মনে হয়েছে সেভাবেই ম্যাচটি আমি খেলতে পেরেছি। আমাদের উভয়ের জন্যই দারুণ একটি দিন ছিল এটি।’ দুই সাবেক র্যাংকিংসেরা সেরেনা ও ভেনাসের সংগ্রহে পাঁচটি উইম্বলডন ছাড়াও চারটি অস্ট্রেলিয়ান ওপেন, দুটি ইউএস ওপেন ও দুটি ফরাসি ওপেন দ্বৈত শিরোপা রয়েছে।
সূত্র- এপি