এভারেস্ট বিজয় নিয়ে ‘সকালবেলার পাখী’ নামের সংকলনের প্রকাশনা, বাজারজাত ও হস্তান্তরের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়াহবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর আদেশ জারি করেছেন আদালত। ঢাকার পঞ্চম জেলা যুগ্ম জজ সাঈদুর রহমান গাজী আজ মঙ্গলবার এ আদেশ দেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ‘সকালবেলার পাখী’ সংকলনের প্রকাশক, সম্পাদকসহ সাতজনকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত ছোটদের আনন্দবার্ষিকী সংকলন ‘সকালবেলার পাখী’ বাজারজাত, বিক্রি ও প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে গতকাল মামলা করেন। এই সংকলনে এমএ মুহিতকে প্রথম এভারেস্টবিজয়ী হিসেবে উল্লেখ করা হয়। মামলায় বলা হয়, ওই সংকলনে ইনাম আল হক ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের প্রতিবেদনে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত’ এ তথ্য প্রকাশকরেন। প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম এবং সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর মুহিত এভারেস্ট জয় করেন ২০১১ সালের ২১ মে। এই তথ্যগত ভুল নিয়ে মুদ্রিত বইটি যাতে সাধারণের হাতে না যায়, এ জন্য তিনি মামলা করেন।