‘রিয়ালে আমি সুখী নই’-গ্রানাডা ম্যাচে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে এ মন্তব্য করার পরই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়ে গেছে গুজব আর গুঞ্জন। তাতে এক নম্বরে রয়েছে তার রিয়াল ছাড়ার গুজব। যে গুজবে ইন্ধন জুগিয়েছে তিন ধনী ক্লাব। ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং চেলসি আর ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ট্রান্সফার মার্কেটে ছড়িয়ে গেছে ইতোমধ্যেই রোনালদোকে কেনার জন্য রিয়ালকে ৯৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে চেলসি। পিছিয়ে নেই ম্যানসিটি এবং পিএসজিও। ওদিকে রোনালদোর জন্য রিয়াল বাই আউট ক্লজই নির্ধারণ করেছে এক বিলিয়ন পাউন্ড। উল্লেখ্য, রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ রয়েছে ২০১৫ পর্যন্ত। ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোকে কিনেছিল রিয়াল।
এদিকে রোনালদোর মন ভালো করতে পাশে দাঁড়িয়েছে রিয়ালের সতীর্থরা। ডিফেন্ডার আলভারো আরবেলোয়া জানিয়েছেন, ২৭ বছর বয়সী এ তারকা তার মন ভালো নেই বলার আগে তারা কিছুই জানতেন না। বলেছেন-‘আমার মনে হয় টিমের সবার কাছ থেকে ও আরেকটু মনোযোগ এবং সহানুভূতি চায়। আর সেটা ওকে দিতে আমরা তৈরি। মন খারাপ হতেই পারে। কিন্তু তা ভালো করার জন্য আমরা রোনালদোর সঙ্গে আছি।’ পর্তুগিজ তারকাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন তার আরেক সতীর্থ ব্রাজিলিয়ান কাকাও। বলেছেন-‘ক্রিশ্চিয়ানোকে আমি বলতে চাই, ক্লাবের প্রত্যেকেই ওর পাশে রয়েছে।’
রোনালদোর এজেন্ট জর্জ মেনদেস ঘটনায় আরও যোগ করেছেন। তিনি বলেছেন-‘আমি জানি কেন ওর মন খারাপ। কিন্তু সেটা আমি বলতে চাই না। সময় হলে আমার মক্কেল নিজেই জানাবে।’ রোনালদো এখন রয়েছেন ওবিদসে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পে। কারণ শুক্রবারই আজারবাইজানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। মঙ্গলবার ফিরতি ম্যাচ। কিন্তু সেখানে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। যদিও মিডিয়া উন্মুখ হয়েছিল রোনালদোর জন্য।
পিএসজির পরিচালক লিওনার্দো অবশ্য রোনালদোকে কেনার আগ্রহের কথা অস্বীকার করেছেন। বলেছেন-‘আমরা ইতোমধ্যেই প্রচুর অর্থ দিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচকে কিনেছি। কাজেই রোনালদোকে এই মুহূর্তে কিনতে চাচ্ছি না। যদিও জানি রোনালদো এবং মেসি এই সময়ের দুই সেরা ফুটবলার।’