লন্ডন অলিম্পিকস এর ব্যবস্থাপকরা এই বিষয়টি তদন্ত করে দেখছেন যে প্রতিযোগিতার প্রথম দিনগুলোতে , বিভিন্ন খেলার দর্শকদের বসার জায়গায় অনেকগুলো আসন শূন্য কেন। টেলিভিশনের পর্দায় দেখা গেছে যে উইম্বিল্ডন , একুয়াটিক সেন্টার , ফুটবল স্টেডিয়াম এবং অন্যান্য জায়গায় সারি সারি আসন শুন্য পড়ে রয়েছে এবং এর ফলে বহু ক্রীড়ামোদি যারা টিকেট কিনতে পারেননি , তাদের কাছ থেকে ক্ষুব্ধ অভিযোগ পাওয়া গেছে।
ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী জেরেমি হান্ট বলেছেন যে খালি আসনগুলি স্পন্সরদের দেওয়া হয়েছিল কিন্তু তারা যদি উপস্থিত না থাকে , তা হলে ঐ টিকেটগুলি জনসাধারণকে দেয়া হবে।
রোববারের ন্যাশনাল বাস্কেটবল এসেসিয়েশন বা এন বি ‘এর খেলোয়াড় লস এঞ্জিলিস লেকার্স এর কোবে ব্রায়ান্ট এবং মায়ামি হিট এর খেলোয়াড় লীবর্ন জেমস , ফরাসি প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে যাদের কেউ কেউ এন বি ‘এর খেলোয়াড় । ফরাসী বাস্কেটবল দলে রয়েছে স্যান অ্যান্টোনিও স্পার্স এর টনি পার্কার এবং বরিস দিয়াউ এবং পোর্টল্যান্ড ট্রেইল ব্লেইজারের নিকোলাস বাটুম।
মেয়েদের জিমন্যাস্টিক প্রতিযোগিতা ও শুরু হচ্ছে আজ থেকেই।