বৃষ্টির আধিপত্য দিয়েই শেষ হলো পাল্লেকেলে টেস্ট। ফল ম্যাচ ড্র। এ ড্রয়ে লঙ্কান অধিনায়ক তিলকরত্নে দিলশান বেশ খুশি, সন্দেহ নেই। কিন্তু হতাশা আর আফসোসে অবশ্যই পুড়ছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। বেরসিক বৃষ্টি বাধা না দিলে যে পাল্লেকেলেতে জয় পাওয়ার ভালো একটা সম্ভাবনা ছিলো অস্ট্রেলিয়ার! তৃতীয় দিনের শেষেই টেস্ট ম্যাচটিতে হারের শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কা। কিন্তু গত চতুর্থ দিনে সেই শঙ্কা কাটিয়ে দলকে খেলায় ফেরান লঙ্কান ব্যাটসম্যানরা। জয়াবর্ধনে, সাঙ্গাকারারা জাগিয়ে তোলেন ম্যাচ ড্রয়ের সম্ভাবনা। গতকালের শেষ দিনে দ্রুত কয়েকটা উইকেট ফেলে দিয়ে ম্যাচে আবারও নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির বাধায় দিনের অর্ধেক খেলা হওয়ার আগেই ম্যাচ শেষ!