তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ জিতেছে অতিথিরা।
সফরে সালমা খাতুনের দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভার ১ বলে ৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওয়ানডেতে এটি স্বাগতিকদের সর্বনিু রান। জবাবে ২০ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে সান্দ্র ফ্রিতজকে হারানো দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে সুসানা বেনাডির (২১) সঙ্গে ত্রিশা ছেট্টির (৩০*) ৪০ রানের জুটি অতিথদের সহজ জয় এনে দেয়।