স্প্যানিশ সুপার কাপের ফিরতি পর্বে দশ জনের বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মওসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এর আগে ন্যু ক্যাম্পে ৩-২ গোলে হারলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে তিন বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল।

ন্যু ক্যাম্পে রক্ষণ সামলাতে ব্যতি ব্যস্ত থাকা রিয়ালের ঘরের মাঠে অন্য চেহারা। ১১ মিনিটে রিয়ালকে আনন্দের প্রথম উপলক্ষ্য এনে দেন গঞ্জালো হিগুয়াইন। এর আগে খেলার শুরুতেই একবার হিগুয়াইনকে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয় দফায় আর পেরে উঠেন নি বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেজ।

১৯ মিনিটে ব্যাক হিল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর নয় মিনিট পর আদ্রিয়ানোর লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় গত তিনবারের চ্যাম্পিয়ন বার্সা।

একজন কম নিয়ে খেললেও হাল ছাড়েনি দশবারের চ্যাম্পিয়ন দলটি। ৪৫ মিনিটে নজরকাড়া এক ফ্রি কিকে একটি গোল শোধ দেন মেসি, ৪৫ গজ দূর থেকে জালের ঠিকানা খুঁজে নেয় বলটি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে উঠে বার্সা। ৫৯ মিনিটে হ্যাভিয়ার মাসচেরানোর বাড়ানো বল পেড্রোকে খুঁজে পেলে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগও পেয়ে যায় টিনো ভিলোনোভার দলটি। কিন্তু ইকর ক্যাসিয়াসকে ফাঁকি দিতে পারেন নি পেড্রো।

ব্যবধান বাড়ানোর অন্তত দুটি সহজ সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে নয় বারের চ্যাম্পিয়ন দলটি। স্যামি খেদিরা ভালদেজকে একা পেয়েও সহজ সুযোগ হাতছাড়া করেন আর ৭৯ মিনিটে হিগুয়াইনকে হতাশ করেন স্বদেশের মাসচেরানো।

সমতা ফেরানোর দুটি সুযোগ পেয়েছিল বার্সেলোনাও। মার্টিন মুনটোয়া ও মেসি সেগুলো কাজে লাগাতে না পারায় তের বছরের মধ্যে সুপার কাপে প্রথম হার মেনে নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

রিয়ালের ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোল হলেও বার্সার মাঠে দুই গোল করার সুবাদে নয় বছরের মধ্যে দ্বিতীয়বার দ্বিতীয়বার সুপার কাপ ঘরে নিল হোসে মরিনহোর শিষ্যরা।

এই নিয়ে ১৫টি গোল করে এখন এল ক্লাসিকোয় বার্সা পক্ষে সর্বোচ্চ গোলদাতা মেসি। রিয়ালের রাউল গনজালেসেরও সমসংখ্যক গোল। আর এক্ষেত্রে শীর্ষে এখনো রয়েছেন রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার ডি স্টেফানো।