গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকিতে বুধবার মুখোমুখি হচ্ছে ঘরোয়া ক্রীড়াঙ্গনের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই কিছুটা হলেও উত্তেজনা ফিরিয়ে আনবে হকি টার্ফে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের ম্যাচটি হবে বিকেল তিনটায়।

হকিতে শিরোপা লড়াই জমে উঠেছে তিন দলকে ঘিরে, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও ঊষা ক্রীড়া চক্র। তবে সেরা তিনের মধ্যে এই মুহুর্তে এগিয়ে মোহামেডান। প্রথম পর্বে একমাত্র দল হিসেবে ‘অপরাজিত’ গৌরব ধরে রেখেছে কোচ গেরহার্ড পিটারের শিষ্যরা। নয় ম্যাচে মোহামেডানের সংগ্রহ ২৭ পয়েন্ট। অন্যদিকে নয় ম্যাচে একটিতে হেরে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে আবাহনী। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ঊষা।

লিগে আবাহনীর একমাত্র হার ঊষার বিপক্ষে। ১-৪ গোলে ঊষা ক্রীড়া চক্রের কাছে পরাজিত হয় তারা। অন্যদিকে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছে। সবমিলিয়ে আবাহনীর বিপক্ষে এগিয়ে মোহামেডান। অবশ্য ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী দু’দল।

লড়াই কেবল দু’দলের মধ্যে সীমাবদ্ধ নয়, দু’দলের খেলোয়াড়দের মধ্যেও। মোহামেডানের মামুনুর রহমান চয়ন ও আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় সাব্বির আহমেদ ম্যাচের ফলাফল গড়তে বড় ভূমিকা রাখবেন। ফরোয়ার্ড না হয়েও শীর্ষ গোলদাতাদের তালিকায় রয়েছেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়ন। চয়নের গোল ১৭টি। আবাহনীর পাকিস্তানি স্ট্রাইকার সাব্বির আহমেদের ঝুলিতে রয়েছে ২০ গোল।

আবাহনীর কোচ মাহবুব হারুন ও মোহামেডান কোচ গেরহার্ড পিটারের মধ্যেও কথার লড়াই জমে উঠেছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গেরহার্ড পিটার বলেন, ‘লিগে সব ম্যাচে দুর্দান্ত খেলেছে ছেলেরা। আশাকরি আবাহনীর বিপক্ষেও আমাকে হতাশ করবে না।’

অন্যদিকে মোহামেডানকে হারানোর বিষয়ে কোচ মাহবুব হারুন আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘ভালো খেলতে পারলে আবাহনী জিতবে। ছেলেরা ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয়ের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। কাগুজে শক্তি সব না। মাঠের পারফরমেন্স মূখ্য। যারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে, সাফল্য তাদের পক্ষেই থাকবে। আমাদের লক্ষ্যও তাই। কারণ মোহামেডানের চেয়ে আমরা ৩ পয়েন্ট পিছিয়ে আছি। লিগ চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে সুপার ফাইভ শুরুর আগে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুযোগ কাজে লাগাতে হবে।’