চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশের। মাত্র ২২ ওভারেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশ সহজে ৩০ ওভার হাতে ৮ উইকেটে জিতেছে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে সিরিজে প্রথম বারের মতো খেলতে নামা কাইরন পাওয়েলের ব্যাট থেকে।
তামিম ইকবাল ও মুশফিক ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। তামিম ৩৫ ও মুশফিক ১০ রানে অপরাজিত থাকেন। তামিমের ৬১ বলের ইনিংসে তিনটি চার। দলীয় ৩০ রানে ইমরুল কায়েস (১১) ও শাহরিয়ার নাফীসের (০) বিদায়ই তার কারণ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মারলন স্যামুয়েলস ও কেমার রোচ একটি করে উইকেট নেন।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব। ৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও তিনি।