দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । তিনি অবিলম্বে আবুল আসাদের মুক্তি দাবি করেন।খালেদা জিয়া বলেন, সাংবাদিকদের ওপর অত্যাচার চালিয়ে বর্তমান সরকার তাদের নিজেদের পতন ক্রমাগত ত্বরান্বিত করছে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সৃষ্ট দব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি, দুর্নীতি, অনিয়ম, শেয়ার মার্কেট কেলেঙ্কারি ও দ্রমন-পীড়নে জনজীবনে দুর্গতির বিষয়ে দেশের সাংবাদিকরা যখন কলম হাতে জনগণের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে ঠিক তখনই সরকার তাদেরকে স্তব্ধ করতে গ্রেপ্তার ও নির্যাতন শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতার মোহে এবং দাপটে উন্মাদ হয়ে গেছে। যারা জনসমাজের মুখপাত্র সেই সংবাদকর্মীদের ওপরও অব্যাহতভাবে মামলা, হামলা ও নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের বরেণ্য সাংবাদিক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ন্যক্কারজনক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যে কায়দায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা সরকারের অত্যন্ত নিম্নরুচির আচরণ বলে বেগম জিয়া উল্লেখ করেন। অপর এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক সংগ্রামের সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক আবুল আসাদকে গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান।