আগামী বছরেই মেট্রোরেল স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের জন্য জাপানের অর্থায়নে ১১টি লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে চলেছে।দেশের যোগাযোগ খাতের উন্নয়নে বিশেষ করে যোগাযোগ অবকাঠামো নির্মাণে জাপানের অব্যাহত সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জাপান সরকার ঢাকা মহানগরীতে মেট্রোরেল স্থাপনে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে।
গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত জাইকা সদর দফতরের পরিচালক টোমহিদ ইচিগুচির নেতৃত্বে ৪ সদস্যের ট্রান্সপোর্ট সেক্টর মিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন।জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দেশের উন্নয়নে জাপানের সহায়তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম লাইনকে ডাবল ট্র্যাকে উন্নীত করার অংশ হিসেবে লাকসাম হতে চিনকি আস্তানা পর্যন্ত অংশ জাপানি সহায়তায় ডাবল ট্র্যাকে উন্নীত করা হচ্ছে। শীঘ্রই এ লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে।