আজ ১৪ ডিসেম্বর ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় জেনে এদেশে লালিত দোশর রাজাকার,

 আলবদর, আলসামসদের সহযোগিতায় বাংলার কবি, সাহিত্যিক, শিল্পি, অভিনেতাসহ কৃতি সন্তানদের নির্বিচারে হত্যা করে। বাঙ্গালীর এই কৃতি সন্তানরা যুদ্ধে সরাসরি অংশগ্রহন না করেও যুদ্ধে নিযুক্ত সৈনিকদের জুগিয়েছিল শক্তি সাহস ও মুক্ত পথের দিশা। তাই বাঙ্গালী তাদের স্মরণ করতে ১৯৭১ পর থেকে এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে। আজ সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।