আজ বিশিস্ট সাহিত্যিকর্মী ও সংগঠক আহমদ ছফার ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আমৃত্যু তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখা অব্যাহত রেখেছিলেন। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে।

তিনি সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে ৩০টির বেশি বই রচনা করেছেন। তার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথী’।

১৯৬৭ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বই হিসেবে মুক্তধারা থেকে প্রকাশিত হয় এটি। জাগ্রত বাংলাদেশ, বাংলা ভাষা : রাজনীতির আলোকে, বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, বাঙালি মুসলমানের মন, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ, রাজনীতির লেখাসহ বহু প্রবন্ধ বই লিখেছেন।
কবিতা বইয়ের মধ্যে জল্লাদ সময়, দুঃখের দিনের দোহা, একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা, লেনিন ঘুমোবে এবার।

উপন্যাসের মধ্যে রয়েছে ওংকার, একজন আলী কেনানের উত্থান-পতন, মরণবিলাস, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী অন্যতম। তিনি সাহিত্যে (মরণোত্তর) একুশে পদক পান ২০০২ সালে।