১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা দিলে হত্যা করা হবে বলে ঢাকার জজ আদালতের এক আইনজীবীকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

হুমকি পাওয়া আইনজীবী আমিনুল গনি টিটো মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আমিনুল গনি রোববার বলেন, গত বুধবার এবং বৃহস্পতিবার তার মোবাইল ফোনে কল করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী নবীর হোসেনের পরিচয় দিয়ে জনৈক আশিক তাকে হুমকি দেন।

“বলা হয়েছে, যদি দুই দিনের মধ্যে ১০ লাখ টাকা না দিই, তবে আমাকেসহ আমার পরিবারকে হত্যা করবে,” এই কথা নিরাপত্তাহীন বোধ করার কথা জানান এই আইনজীবী।

এই বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আমিনুল গণি যে নম্বরগুলো থেকে হুমকি পেয়েছেন, তা দেশের বাইরের।

আইনজীবী আমিনুলকে হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম।

আমিনুল গনি রমনা বটমূলে বোমা হামলা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী।