সদ্য পদত্যাগী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বাসায় গিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার রাত সোয়া আটটায় অর্থমন্ত্রী পদত্যাগী এ মন্ত্রীর বাসায় যান। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও কী কারণে আবুল হোসেনের বাসায় অর্থমন্ত্রী গিয়েছিলেন তা এখনও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ইফতেখার আহমেদ সাংবাদিকদের বলেন, রাত সোয়া আটটা কি সাড়ে আটটার দিকে অর্থমন্ত্রী তার গাড়ি আবুল হোসেনের বাসার সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। তবে মিনিট দু’য়েকের মধ্যেই তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আবুল হোসেনের গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির ফটক দিয়ে অর্থমন্ত্রীর গাড়ি ঢুকতে দেখা যায়।
আবুল হোসেনের বাসার একজন নিরাপত্তাকর্মী জানান, আবুল হোসেনের বাসায় প্রবেশ করলেও তার দেখা পাননি অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, “অর্থমন্ত্রী তার (আবুল হোসেন) বাসায় গেলেও দেখা হয়নি।
অর্থমন্ত্রী ব্যক্তিগত কারণে আবুল হোসেনের বাসায় গিয়েছেন বলে তিনি জানান। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ১০ মাসের টানাপড়েন শেষে গত সোমবার মন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেন।