২০২১ সালের মধ্যে সারাদেশের ‘প্রতিটি ঘরে’ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সৌর বিদ্যুতের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ৫ ভাগ এবং ২০২১ সালের মধ্যে ১০ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে গ্রহণ করা হবে। “সরকার ইতোমধ্যে ক্ষুদ্র পরিসরে গৃহস্থালি কাজে এবং দুর্গম এলাকায় সৌর বিদ্যুৎকে উৎসাহিত করছে,” বলেন তিনি। সৌর বিদুতের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার বিষয়েও জোর দেন তিনি।
বিদ্যুতের দাম বাড়লেও একে এখনো ‘সস্তা’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এখনো আমাদের দেশে বিদ্যুতের মূল্য অন্য যে কোনো দেশের চেয়ে অনেক কম।”
এনভিডি সোলার ইন্টারন্যাশনাল আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ভারতীয় শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ সোম।
আলোচনায় অংশ নেন বিদ্যুৎ বিশেষজ্ঞ ডি টি বারকি, প্রতিষ্ঠানের কর্মকর্তা শৈবাল কুমার হাজরা, প্রকৌশলী সৌমিত্র মুৎসুদ্দি, সিরাজ উদ্দিন আহমেদ, ফারুক এ আলম প্রমুখ।