কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে সাড়ে ৩শ পিস ইয়াবাসহ মো: আইয়ুব (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চান্দগাও থানার এক কিলোমিটার এলাকায় ইউনিক পরিবহনের বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) নুরুল ইসলাম মজুমদার জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন ঢাকামেট্রো (ব-১৪-৪১২১) বাসে করে ইয়াবা পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে শাহ আমানত সেতুর এক কিলোমিটার এলাকায় মোহনা ক্লাবের সামনে আগে থেকে অবস্থান নেয় পুলিশ।

রাত ৩টা নাগাদ বাসটি ঘটনাস্থলে পৌছালে গতিরোধ করে তল্লাশী করা হয়। এ সময় আইয়ুবের পেন্টের পকেট থেকে উদ্ধার করা হয় ইয়াবাগুলো।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।