সারাবিশ্বে বর্তমানে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের বাংলাদেশ নিয়ে তথ্য ফাঁসের বিষয় কড়া নজর রাখছে সরকার। এক-এগারোর পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে উইকিলিকস যেসব তথ্য প্রকাশ করেছে এবং করতে যাচ্ছে তা যাচাই-বাছাইয়ে ব্যবস্থা করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট শীর্ষ একটি সূত্র থেকে জানা গেছে। এ জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি তার কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন বলে সূত্র উল্লেখ করে। এ কমিটি একটি নির্দিষ্ট সময়ে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করবে।
বিশ্বব্যাপী সাড়া জাগানো উইকিলিকস গত ৩০ আগস্ট ১/১১ ও আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে বিভিন্ন সময় পাঠানো গোপন তারবার্তা (তথ্য) ফাঁস করে। তথ্য পাঠান ঢাকার মার্কিন দূতাবাসের তৎকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন, সাবেক রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও জেমস এফ মরিয়ার্টিসহ অন্যান্য কর্মকর্তা। তারা সে সময় তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনীর তৎকালীন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক ও কথোপকথনের বিভিন্ন দিক তুলে ধরে তারবার্তা পাঠান। এতে ওই সময়ের পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে আওয়ামী লীগ ও এর প্রধান শেখ হাসিনা, বিএনপি ও এর প্রধান খালেদা জিয়াকে জেলে প্রেরণ, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, ২০০৯ সালের শুরুতে বিডিআর বিদ্রোহসহ বিভিন্ন স্পর্শকাতর ঘটনার বিশদ বিবরণ প্রকাশ পায়। বেরিয়ে আসে অজানা অনেক তথ্য।
এ নিয়ে বাংলাদেশ, ঢাকাস্থ মার্কিন দূতাবাসসহ বাংলাদেশ সরকার, রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক গুরুত্ব সহকারে এ তথ্যও পরিবেশন করায় সাধারণ জনগণের মধ্যেও বেশ কৌতূহলের সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে প্রকাশিত ওইসব তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রধানমন্ত্রী ওই কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সব সংবাদ এবং ওই ওয়েবসাইটে প্রকাশ করা সব তথ্য যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করবে। পরবর্তীতে এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা বা এর যথাযথ ব্যবহার করা হবে দেশের স্বার্থে।