রাজধানীর উত্তরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তুরাগ থানাধীর কামারপাড়া এলাকায় একটি বালুর এবং একটি মাছের ট্রাকের সংঘর্সে তারা হতাহত হন বলে পুলিশ জানিয়েছে।
তুরাগ থানার ওসি জিয়াউল করীম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বালুর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
নিহত মো. সালাউদ্দিন (৩৫) মাছের ট্রাকের চালক ছিলেন বলে ওসি জানান। দুর্ঘটনায় আহতরা হলেন, মিলন (১৬), ইসলাম (১৫), ওহাব (৩০), নাজমুল (১৮),স্বপন (৩৫), মঙ্গল (২৫), তারিফুল (১৩), চুন্নু (১৪), সামাদ (২০), নুরু (২০) ও শহীদুল (১৬)।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন নাজমুল সাংবাদিকদের জানান, মিরপুর-১ এক নম্বর থেকে মাছের ট্রাক নিয়ে তারা ময়মনসিংহে মাছ কিনতে যাচ্ছিলেন। কামারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের সংঘর্ষ হয়।
সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।