ঘটনা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার এক এএসআই ও এক কনস্টেবলকে নিয়ে। সেখানে পুলিশ কর্মকর্তা (এএসআই) এর কামড়ে আহত হয়েছেন এক কনস্টেবল। এ ঘটনা এলাকায় আহত পুলিশ কনস্টেবলের জন্য যতটা না সহমর্মিতা সৃষ্টি করেছে তারচেয়ে বেশি হাস্যরোল আর কৌতুকের জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট থানার ওসি জানিয়েছেন, দোষী পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হবে।
আহত কনস্টেবল রফিক বাংলানিউজকে জানান, গত শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে শিবগঞ্জ থানার সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল করিমের সঙ্গে তিনি সেহেরি খাবার জন্য স্থানীয় মনাকষা মোড়স্থ মৌচাক হোটেলে যান।
সেহেরি খাওয়া শেষে এএসআই ফজলুল করিম তাকে উদ্দেশ্য করে বাজে কথাবার্তা বলতে থাকলে তিনি প্রতিবাদ করেন।
এতে ফজলু ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বেদম মারপিট করেন। কিন্তু শুধু মারপিটেই সন্তুষ্ট হননি পুলিশ কর্মকর্তা ফজলু। একপর্যায়ে তিনি হিংস্র রূপ ধরে অধীনস্থ কনস্টেবল রফিককে কামড় দিতে উদ্যত হন।
রফিক বিষয়টি বুঝতে পারলেও ঠিক বিশ্বাস করেননি যে একজন পুলিশ কর্মকর্তা তার অধীনস্থ সেপাইকে এভাবে কামড়ানোর চিন্তা করতে পারেন। কিন্তু রফিক যা চিন্তা করেননি, তাই ঘটিয়ে দিলেন ফজলু। তিনি কনস্টেবল রফিকের নাদুস-নুদুস ভূঁড়িতে কষে কামড় বসিয়ে দিয়ে ছিড়ে নিলেন মাংস।
ভয়ার্ত রফিকের আর্তচিকাৎরে লোকজন ছুটে আসে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, ঘটনাটি আমি জানিনা। তবে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটি দুঃখজনক।
তিনি আরও জানান, সে ক্ষেত্রে দোষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এএসআই ফজলুর বক্তব্য জানা যায়নি।